টিপাইমুখ সহ সকল আন্তর্জাতিক নদীতে বাধ নির্মাণ স্থগিত ও “আন্তঃনদী সংযোগ প্রকল্প” থেকে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদী সমূহ বাদ রাখার দাবীতে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এর প্রতিনিধি সভা আজ রাজধানীর বিজয়নগর এর প্রো-এক্টিভ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় হাওর অঞ্চলবাসীর উদ্যোগে। তারা হাওর রক্ষায় বেশ কিছু বিষয় উল্লেখ্য করেন উক্ত অনুষ্ঠানে, হাওরের স্বাভাবিক পানি প্রবাহ ক্ষতিগ্রস্থ হয় এমন সকল কার্যক্রম বন্ধ করতে হবে,আন্তর্জাতিক গবেষণার পূর্ব পর্যন্ত বাঁধ নির্মাণ স্থগিত থাকবে মর্মে আনুষ্ঠানিক ঘোষণা দিতে হবে,টিপাইমুখ বাঁধের সম্ভাব্য লাভ-লোকসান নির্ধারণের জন্যে একটি নিরপেক্ষ আন্তর্জাতিকগবেষণা চাই।তাছাড়া দেশের এই সাত জেলাতে প্রচুর পরিমানে ধান উৎপাদন হয় যা সারা দেশের ধান-চালের চাহিদা মিটায়।তাই হাওর রক্ষা করা অতি জরুরি এবং সরকার এখান থেকে প্রচুর রাজস্ব আদায়ও করছে এবং হাওর থেকে প্রচুর পরিমানে মাছ উওোলন করা হয়।তাই দেশের এই গুরুত্বপূর্ণ হাওর রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। হাওর বাঁচলে দেশও বাচবে।