১৯৭১ সনের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিজয় অর্জিত হলেও সেদিন বিজয়ের আনন্দ পায়নি কিশোরগঞ্জ বাসী। বিজয়ের আনন্দে সারাদেশে উত্তাল কিন্তু ১৬ ডিসেম্বর বিজয়ের আনন্দ ছিলনা কিশোরগঞ্জবাসীর মধ্যে। সেদিনও তাদের মনে ছিল অজানা আতংক। স্বাধীন বাংলাদেশের পতাকার বদলে কিশোরগঞ্জের আকাশে উড়ছিল পাকিস্থানের পতাকা। শহর নিয়ন্ত্রণ করছিল পাকিস্তানী হানাদার বাহিনীর দোসর এদেশীয় রাজাকার-আলবদর ও আল শামস বাহিনী। পাক হানাদার বাহিনী ১২ ডিসেম্বর কিশোরগঞ্জ ছেড়ে গেলেও শহরে শক্ত ঘাঁটি তৈরি করে অবস্থান নেয় স্বাধীনতা বিরোধী রাজাকার-আলবদর বাহিনী। ফলে কিশোরগঞ্জকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা ব্যাপক প্রস্তুতি নেয়। পরিস্থিতি বেসামাল দেখে রাজাকার বাহিনী বাধ্য হয়ে আত্মসমর্পনের প্রস্তাব করে। মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবীর উদ্দিন আহমেদের নেতৃত্বে ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জকে মুক্ত করা হয় ।

নিচে কিশোরগঞ্জ জেলার কুখ্যাত শীর্ষ রাজাকারদের তালিকা দেওয়া হল ।

১) সৈয়দ মোহাম্মদ হুসেইন ।
পিতা মৃত মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন ।
ঠিকানা : হয়বত নগর , কিশোরগঞ্জ ।
বর্তমানে এই রাজাকার ঢাকায় ব্যবসায় নিয়োজিত।

২) সৈয়দ মোহাম্মদ হাসান ।
পিতা মৃত মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দিন ।
ঠিকানা : হয়বত নগর , কিশোরগঞ্জ ।
বর্তমানে এই রাজাকার ব্রাহ্মণবাড়িয়া শহরের মাছিহাতায় পিরালি ব্যবসায় নিয়োজিত।

৩)  আলমগির শাহজাহান রেজা ।
পিতা মৃত এমদাদুল হক মতি মিয়া ।
ঠিকানা : গাইটাল ফার্মের মোড়, কিশোরগঞ্জ ।
বর্তমানে এই রাজাকার ATN কিশোরগঞ্জ প্রতিনিধি।তার বাবা মতি মিয়াও একজন কুখ্যাত রাজাকার ছিল।

৪) নুরুল ইসলাম ।
ঠিকানা : রশিদাবাদ , কিশোরগঞ্জ ।
বর্তমানে এই রাজাকার কিশোরগঞ্জ মডেল থানার পিছনে হোমিও হিসেবে কর্মরত।

৫) মোহাম্মদ করম আলি ।
ঠিকানা : হারুয়া ,কিশোরগঞ্জ ।
বর্তমানে এই রাজাকার হারুয়া এলাকায় শালিস-দরবার করে ঘুরে বেড়ায় ।

৬) কে এম আমিনুল হক ( রজব আলি )
ঠিকানা : সাভিয়ানগর, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ ।
বর্তমানে এই আলবদর কম্যান্ডার ঢাকায় ব্যবসায় জড়িত।
আমি আলবদর বলছি
নামে একটি বই প্রকাশ করে নিজের অপকীর্তির স্বীকারোক্তি করেছে ।

৭) দৌলত মৌলবি ।
ঠিকানা : অষ্টগ্রাম, কিশোরগঞ্জ ।
অবাক করা বিষয় হচ্ছে এই কুখ্যাত দালালটি বর্তমানে ঢাকা সেনানিবাস মসজিদের ইমামতির দায়িত্বে নিয়োজিত ।

৮) মৌলবি লোকমান হাকিম ।
ঠিকানা : খয়রত , করিমগঞ্জ , কিশোরগঞ্জ ।
বর্তমানে এই রাজাকারটি কিশোরগঞ্জের খরমপট্টিতে বসবাস করছে ।

৯) মৌলবি আখতার শাহ ।
পিতা মৃত মাওলানা আতহার আলি ।
ঠিকানা : ঈশা খাঁ রোড , কিশোরগঞ্জ ।
কিশোরগঞ্জের শহীদি মসজিদের সামনে তার একটি মাইকের দোকান আছে ।

১০) এটি এম নাসির উদ্দিন ।
ঠিকানা : করিমগঞ্জ , কিশোরগঞ্জ ।
এই রাজাকার কম্যান্ডার স্বাধীনতার পর সেনাবাহিনীতে চাকরি নেয় । বর্তমানে অবসরের পর কিশোরগঞ্জের শোলাকিয়ায় বসবাস করছে ।

১১) এটি এম শামসুদ্দিন ।
ঠিকানা : করিমগঞ্জ , কিশোরগঞ্জ ।
এই রাজাকার বর্তমানে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বসবাস করছে ।

১২ ) এটি এম মহিউদ্দিন ।
ঠিকানা : করিমগঞ্জ , কিশোরগঞ্জ ।
এই কুখ্যাত রাজাকার কম্যান্ডার কিশোরগঞ্জে আইন পেশায় নিয়োজিত।

১৩) মমতাজ উদ্দিন আকন্দ ।
ঠিকানা : দিগদাইর , তাড়াইল , কিশোরগঞ্জ ।
এই রাজাকারটি দিগদার ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে অনেক অপকর্ম করেছে।

১৪) মোহাম্মদ আঙুর মিয়া ।
ঠিকানা : যশোদল , কিশোরগঞ্জ ।
এই রাজাকার বর্তমানে সারভেয়ার হিসেবে কিশোরগঞ্জে কর্মরত।

১৫) মুস্তফা মৌলবি ।
ঠিকানা : দেহুন্দা , করিমগঞ্জ , কিশোরগঞ্জ ।
এই রাজাকারটি বর্তমানেও মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন অত-তৎপরতায় লিপ্ত।

১৬) মোহাম্মদ আব্দুল কাদির ।
ঠিকানা : যশোদল ,কিশোরগঞ্জ ।
এই রাজাকারটি বর্তমানে  কিশোরগঞ্জ জেলা প্রশাসনে চাকরিরত।

সুত্রঃ শ্রমিকের ব্লগ