পাহাড়ি নীল চটক বা নীল পাহাড়ি চটক Muscicapidae পরিবারের সদস্য। ভারত, নেপাল, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও চীনে দেখা যায়।  পাখিটি দেখতে কতকটা টিকেলের নীল চটকের মতো, তবে আকারে প্রায় তিন সেন্টিমিটার বড়। ঠোঁটের আগা থেকে লেজের ডগা পর্যন্ত লম্বায় ১৫ সেন্টিমিটার। টিকেলের তুলনায় ঠোঁট লম্বা। পুরুষের মাথা, পিঠ ও দেহের পার্শ্ব গাঢ় নীল। কান-ডাকনি কালো। স্ত্রীর দেহের ওপরটা বাদামি-ধূসর। পুরুষের লেজ নীল ও স্ত্রীরটি লালচে-বাদামি। উভয়েরই ঠোঁট কালো ও পা কমলাটে।

এরা বড় পাতা ওয়ালা বৃক্ষযুক্ত গহিন বনের বাসিন্দা। বেশ দ্রুত ‘চিট্-চিট্, চিট্-চিট্, চিট্-চিট্,’ শব্দে সুমিষ্ট গান গায়। একাকী বা জোড়ায় থাকে। পাতার ছায়ার বসে থাকতে পছন্দ করে। পোকামাকড় প্রধান খাদ্য। কামনা করি, পাখিটি যেন এ দেশে নিয়মিতভাবে প্রতিবছরই আসে।

সুত্রঃ প্রথম আলো