জয় বাংলা!

অস্ত্র হাতে একদল মানুষ ছুটে যায়
-হ্যান্ডস্ আপ! হ্যান্ডস্ আপ!
-উপরে হাত তুলে সোজা দাড়িয়ে যাও
নয়তো কুকুড়ের মতো গুলি করে মারব!

বঙ্গ মাতার ধ্বজা উড়িয়ে দেব;
কটা দেশ প্রেমিক আছে দ্যাশে? পতাকা মাথায় বেঁধে দৌড়াও?
-উপরে হাত তুলে দাড়িয়ে যাও; নয়তো-

বয়েস কম যুবকের। রক্তগরম।
মুখে তাই অন্ধের মতো বুলি – “মাতৃভাষা বাঙলা চাই”
মাথায় বাধাঁ পতাকা।
অস্ত্র উচিঁয়ে ছুটে গিয়ে পঙ্গপালের দল,
হাতের মুঠোতে চুল ধরে হ্যাচকা টান মারে,
কঁকিয়ে উঠে যুবক বলে, ছেড়ে দেন আমারে-

-শালা জয় বাংলা বলা হচ্ছে; মেরে তোমার হাড় ভেঙ্গে দেব।
দেশ প্রেম! তোর দেশ প্রেম কি- মা’কি আগ!

যুবক দৌড়ায়। গুলি ছুটে আসে বর্ষণের মত-
ফিনকি দেয়া রক্তের ঝিলিক
অতৃপ্ত প্রলাপ;
বুলেট বৃষ্টিতে রক্তাক্ত মানচিত্র!
অস্ফুষ্ট স্বরে উচ্চারিত হয়- জয় বাংলা!

ফের হ্যান্ডস্ আপ!
হাত তুলে দাড়িয়ে যাও, নয়তো গুলি করে মারবো।