মহামান্য রাষ্ট্রপতি হামিদ ভাই,

আপনি যখন স্পিকার ছিলেন তখন বলেছিলেন,
“কিশোরগন্জে আছে বড় বড় নেতা, রাস্তায় আছে বড় বড় গাতা(গর্ত)!”

আপনি তো এখন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি!
অনেক প্রভাব (অন্তত, স্পীকার বা বিরোধী দলীয় উপ-নেতা বা ডেপুটি স্পীকার বা এমপির চেয়ে) এবং অনেক রাষ্ট্রীয় ক্ষমতা এখন আপনার আছে!
এখন তো আপনি ইচ্ছে করলে, পুরো কিশোরগঞ্জের জন্য (শুধু উনার ইটনা-মিঠামইনের জন্য না) অনেক, শিক্ষা-যোগাযোগ-ইনফ্রা স্ট্রাকচার-স্বাস্থ্য-চাকুরী ক্ষেত্রে, উন্নয়নমুলক কাজ করাতে পারেন!

যা আমাদের কিশোরগঞ্জের জন্য খুবই দরকার!
কারন আমাদের কিশোরগঞ্জ এখনো অনেক জিলা থেকে পিছনে পড়ে আছে!
আমাদের ‘নতুন’ করে ‘জিলা’ বা ‘বিভাগ’ ঘোষণা করার এত প্রয়োজন নেই!

আমাদের দরকার –

  • বিশ্ববিদ্যালয় (ইঞ্জিনিয়ারিং সহ সাধারন) এবং মহাবিদ্যালয়, স্কুল।
  • ভাল মানের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা
  • আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম করা
  • বিদ্যুতের সুব্যবস্থা
  • রপ্তানী মুলক কৃষি ভিত্তিক শিল্প ও কারখানা গড়ে তোলা ও কর্ম সংস্থানের ব্যবস্থা করা

শ্রদ্ধ্যেয় হামিদ ভাই,
দেখব,  আপনি কিভাবে এবং কেমন স্থরে কিশোরগঞ্জের এবং বাংলাদেশের ইতিহাসে আপনার স্থান করে রাখেন! সফল না গতনাগতিক! ভবিষ্যতই তা প্রমান করবে!  তবে আমরা চাই,  আপনি কিশোরগঞ্জের এবং বাংলাদেশের ইতিহাসে একজন সফল, ‘ভিশনারী’, গর্বিত এবং উজ্জ্বল কিশোরগঞ্জবাসী রাষ্ট্রপতি হিসাবে আপনার নাম খোদাই করে যাবেন!

দেশে বিদেশে বাঙ্গালীরা এবং কিশোরগঞ্জবাসীরা,  সুখে থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।

শুভেচ্ছান্তে –
প্রকৌশলী সফিকুর রহমান অনু
অকলেন্ড, নিউজিলেন্ড
E-mail: [email protected]