কৃষকেরা মাত্র ১০ টাকা জমা দিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন যেকোন ব্যাংকের যেকোন শাখায় আমানত হিসাব খুলতে পারবেন। এ হিসাবে ন্যূনতম স্থিতির কোন বাধ্যবাধকতা থাকবে না। ব্যাংকগুলোও এই হিসাবের বিপরীতে কোন প্রকার মাশুল বা ফি আদায় করতে পারবে না।

সরকারের দেওয়া বিভিন্ন ভর্তুকি ব্যাংকের মাধ্যমে কৃষকের হাতে সহজে পৌঁছে দিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এক সার্কুলারে এ নির্দেশ দিয়েছে।

নির্দেশে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক কর্মকান্ডে কৃষকের গুরুত্ব বিবেচনায় ব্যাংকিং-সেবা বৃদ্ধি ও সহজ করা দরকার। নির্দেশে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া কৃষি উপকরণ সহয়তা সনদের বিপরীতে কৃষককে ব্যাংকে আমানত হিসাব খুলতে দেওয়ার সুযোগ তৈরির কথা বলা হয়েছ।