কিশোরগঞ্জ কে নিয়ে কাজ করার প্রত্যয়ে শুরু হলো আমাদের যাত্রা। আমরা কাজ করবো আমাদের মূল্যবোধকে বিকশিত করতে, আগামীর জাতীয় নেতৃত্বে আমাদের প্রাধান্য নিশ্চিত করতে । নিজেদের ভুল গুলোকে স্বীকার করে আঞ্চলিক উন্নয়নে নিজেদের ভুমিকাকে শক্ত করতে। আমাদের কার্যক্রমে সচেতন হবো আমরা, জাতির কল্যাণে । এখনি সময় সত্যকে চিৎকার করে বলার,  কিছু একটা করার, আমাদের চিন্তার জালে মাকড়শা জাল বুনার আগেই যেন আমরা আমাদের চিন্তার প্রতিফলন ঘটাতে পারি দৃঢ় প্রত্যয়ে ।

প্রতিদিনের সকল জঞ্জালের ভীড়ে কিশোরগঞ্জ ডট কম হোক আপনার মুখপাত্র, আপনি বলুন –
আপনার মত করে অব্যক্ত কথাগুলো, লিখুন আপনার মনের তীব্রতায় নিজের মত করে । সকল প্রতিবন্ধকতা ঝেড়ে ফেলে আসুন অন্তত একজনকে নিয়ে এই পরিবর্তনের অগ্রযাত্রায়। আমাদের গন্তব্য অজানা  শুধুই ছুটে চলার তাগিদ নিয়ে আমাদের এই পথ চলা ।

আমাদের এই যাত্রায় যদি আপনি অংশগ্রহন করতে চান তবে আপনাকে স্বাগতম।

 

 

আমরা তোমাদের প্রতি চির কৃতজ্ঞঃ

কিশোরগঞ্জ ডট কম আজ পথ চলতে পারতো না যদি না কিশোরগঞ্জ নিয়ে অঞ্চল ভিত্তিক গবেষনা তোমরা না করতে।  তোমাদের অবদানই আমাদের প্রান। তোমাদের ঘুমহীন গবেষনা নিয়েই আমরা ডিজিটাল যুগে কাজ করে যাচ্ছি –

আমরা কৃতজ্ঞ তোমাদের কাছেঃ

মোহাম্মদ সাইদুর (প্রয়াত) – গবেষক, লেখক, সংগ্রহক
প্রিন্স রফিক খান – গবেষক, কবি, লেখক, সংগ্রহক
অধ্যক্ষ (অব) প্রফেসর রফিকুল ইসলাম খান
প্রমুখ