আঙ্গুলের ডগায় যে ক্ষুদ্র পতঙ্গটি দেখছেন, তার আসল পরিচয় জানলে নিশ্চিত আঁতকে উঠবেন। বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিল ন্যানো টেকনোলজি নির্ভর নুতন ধরনের মারনাস্ত্রের কথা, এটি তার চেয়েও বেশী কিছু। এর নাম ইনসেক্ট স্পাই ড্রোন, পেন্টাগন নাকি ইতিমধ্যেই এর নির্মান কাজে এগিয়ে গেছে অনেক দূর। কি করবে এই যান্ত্রকি পোকা? দূর নিয়ন্ত্রিত এই ক্ষুদে দানবটি নিঃশব্দে আপনার অগোচরে গিয়ে বসবে আপনার শরীরের যে কোন জায়গায়। এর চোখ আসলে অতি সুক্ষ্ম ক্যামেরা, যা দিয়ে আপনার এবং আপনার আশে পাশের সকল কিছুর ছবি ট্রান্সমিট করবে। একইভাবে আপনার এবং আপনার সন্নিহিত সকল শব্দ ও ট্রান্সমিট করবে।

আপনাকে বিন্দুমাত্র বুঝতে না দিয়ে আপনার শরীর থেকে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতে পারবে এবং আপনার শরীরে আরএফআইডি ট্রাকিং ইউনিট স্থাপন করতে পারবে, যার দ্বারা আপনি সার্বক্ষনিক ভাবে পর্যবেক্ষনের মধ্যেই থাকবেন। এরপর সে ফিরে যেতে পারে, আবার আপনার সাথে চলে আসতে পারে আপনার বাসস্থান কিংবা কর্মস্থলে। কোন কারনে আপনাকে পরলোকে পাঠিয়ে দেয়া প্রয়োজন হলে তাও করা যেতে পারে পছন্দসই কোন একটা পদ্ধতিতে। যেমন সে একটা ন্যানো বম্ব বহন করে আপনার শরীরে বিস্ফোরিত করতে পারে, অতি উচ্চমাত্রার কোন বিষ আপনার শরীরে ইনজেক্ট করে মুহুর্তের মধ্যে কাজটি সারতে পারে, প্রয়োজনমত উপাদান প্রয়োগ করে আপনাকে শারীরিকভাবে পঙ্গু কিংবা মানসিকভাবে বিকল করে দিতে পারে। হয়তো আগামী পাঁচ দশ বছরের মধ্যে এটি কার্যক্ষম ভাবে পেন্টাগনের হাতে আসবে, তারপর বিশ, ত্রিশ বছরের মধ্যে মিডিয়ার কাছে। তখনকার মিডিয়ায় কি ধরনের ব্রেকিং নিউজ থাকবে তা একটু কল্পনা করুন। এরও পরে এক সময় হয়তো এটা সর্বসাধারনের নাগালে চলে আসবে ! সুত্রঃ ইন্টারনেট