মার্কিন স্মার্টফোন প্রস্তুতকারক রিম সম্প্রতি ব্ল্যাকবেরির নতুন একটি মডেল বাজারে আনার ঘোষণা দিয়েছে। নতুন এই টাচস্ক্রিন স্মার্টফোনের নাম ব্ল্যাকবেরি টর্চ ৯৮০০। খবর বিবিসি অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ব্ল্যাকবেরির এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ব্ল্যাকবেরির আপগ্রেডেড অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ওএস ৬।
জানা গেছে, এই ফোনে টাচস্ক্রিন বিষয়ক ফিচার ছাড়াও স্লাইডিং কিবোর্ড, ৪ গিগাবাইট মেমোরি এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এতে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটও সহজে ব্যবহার করা যাবে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, থ্রিজি সংযোগ সুবিধার ব্ল্যাকবেরি টর্চ ৯৮০০ স্মার্টফোনটিতে বিল্টইন ওয়াইফাই রয়েছে। এছাড়াও এতে ব্লুটুথ, জিপিএস এবং এইচডি ভিডিও অপশনও থাকছে।
জানা গেছে, মার্কিন প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটির সঙ্গে ২ বছরের চুক্তিতে এই ফোনটির দাম হবে প্রায় ২০০ ডলার। ব্ল্যাকবেরির এই স্মার্টফোনটি অ্যাপলের ‘আইফোন কিলার’ হবে বলেই নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ব্ল্যাকবেরি টর্চ স্মার্টফোন ছাড়াও ব্ল্যাকবেরি স্টর্ম নামের আরো একটি হ্যান্ডসেট তৈরির ঘোষণা দিয়েছে রিম।