আজ ২৫নভেম্বর, ২০১১ ইং সকাল ১০.৩০মিনিটে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (WBB ট্রাস্ট) এর আর্থিক সহায়তায় “আত্ম উন্নয়ন সংস্থা (আউস)” কর্তৃক আয়োজিত কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় সরারচর প্রেসক্লাবে “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ বাস্তবায়নে গণ মাধ্যমের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে মিডিয়াগুলো নিয়মিত প্রশাসককে অবহিত করার আশ্বাস দেন।

পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান অনেকাংশে হ্রাস পাওয়ায় বিলবোর্ড-সাইনবোর্ড ও গণমাধ্যমসহ তামাক কোম্পানির সকল প্রচারনা কার্যক্রম বন্ধ হওয়া একান্ত প্রয়োজন বলে মিডিয়া কর্মীগন অভিমত ব্যক্ত করেন। মোবাইল কোর্টের মাধ্যমে সারাদেশে তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারিত করার জন্য প্রশাসন সহ সকল স্তরের মানুষ এক যোগে কাজ করতে হবে। দেশে ব্যাপকভাবে তামাক ব্যবহার হ্রাস একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। আমরা আশা করি আগামী দিনগুলোতে আমাদের পারস্পরিক সহযোগিতা মূলক কার্যক্রম দেশের তামাক নিয়ন্ত্রণকে গতিশীল করবে। যার ফলে দেশে তামাকজনিত রোগ, মৃত্য, অর্থ অপচয় বহুলাংশে হ্রাস পাবে।

বাংলাদেশ বিশ্বে তামাক নিয়ন্ত্রিত দেশ হিসেবে মাথা উচু করে দাড়াতে পারবে। সিগারেটসহ তামাকজাত দ্রব্যের উপর ব্যাপক হারে মূল্য বৃদ্ধি করতে হবে। আমরা আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজিতপুর সমাচার পত্রিকার সম্পাদক মুহাম্মদ বদরুল আলম, আজকের দেশ এর সাংবাদিক এস, এম, মুর্তাজা আলী বাজিতপুর সমাচার পত্রিকার সাংবাদিক মামুন ইবনে আবদুল মান্নান, প্রেসক্লাব সদস্য মো: সিরাজুল হক (এমাল উদ্দিন) প্রেসক্লাব সদস্য আবদুল ছালাম ও মোস্তফা কামাল এবং আত্ম উন্নয়ন সংস্থা (আউস) এর নির্বাহী পরিচালক মোঃ কাউছার আহাম্মেদ।

– সরারচর প্রতিনিধি