নামেই তিনি মেহনতি, শ্রমজীবী, চাকুরিজীবি ও ব্যবসায়ী সমাজে সুপরিচিত। তাকে নতুন করে পরিচিত করার প্রয়োজন হয় না । এরপর ধনী-গরীব অসহায়দের একমাত্র ন্যায় বিচারের অধিকার যিনি আদায় করে দিয়ে সকল শ্রেনীর মানুষের দৃষ্টিতে শ্রদ্ধাভাজন হয়ে আছেন তিনি বাংলাদেশের মাটি ও মানুষের গর্বিত সন্তান বর্তমান পুলিশেরর গর্ব আই জি পি নূর মোহাম্মদ। তিনি পুলিশ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজিয়ে জনগণের নিকট উপস্হাপন করতে সক্ষম হয়েছে, পুলিশ জনগণের বন্ধু । এর আগে যারা পুলিশকে স্বাধীনতা ভাবে কাজ করতে দেয়নি বরং কলুসিত করিয়েছেন বারবার। এজন্য আইজিপি নূর মোহাম্মদ অসৎ নেতাদের দায়ী করেছেন। বর্তমান আইজিপি নূর মোহাম্মদ সকল শ্রেণীর মানুষের লাঞ্ছিত ও বঞ্ছিত হওয়ায় সব ঘটনা মনোযোগ সহকারে শোনেন এবং সুবিচারের ব্যবস্হা করেন। তার দরবার প্রতিদিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিচার বঞ্ছিত শতশত লোক আসেন এবং প্রত্যেকে ন্যায় বিচার পেয়েছেন। পুলিশের এই মহান ব্যক্তির জন্ম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামে। তার পিতা মরহুম এল আলী আকন্দ। তিনি একজন সমাজসেবক ছিলেন। মাতা মোসাঃ কদর বানু ।

 নুর মোহাম্মদ শৈশবে তার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে চাতল বাগহাট থেকে এসএসসি পাশ করেন । কটিয়াদী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মেধাতালিকায় শীর্ষে এইচএসসি এবং পরবর্তীতে উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স ভর্তি হয়ে মেধাবী ছাত্র হিসাবে সুপরিচিতি লাভ করে । পরবর্তীতে তিনি বিএ অনার্স মেধা তালিকায় পাশ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন ।তিনি বিসিএস (প্রশাসনিক) পরীক্ষায়  উত্তীর্ন হন ।

 তিনি বিসিএস (প্রশাসনিক) পাশ করে পুলিশের এ এস পি হিসাবে চাকুরিতে যোগদান করেন। এরই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় চাকুরী করে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন । ১৯৮৬ সালে তিনি রংপুর জেলার এএসপি, ১৯৮৭ সালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের এএসপি হিসাবে কর্তব্য পালনসহ এসিস্টেন্ট পুলিশ কমিশনার, ডিএমপি, ডেপুটি পুলিশ কমিশনার, ডিএমপিসহ বিভিন্ন জেলার দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহীতে ডি আই জির দায়িত্ব পালনের সময় বাংলা ভাইয়ের ক্যাডার বাহিনীর পতন ঘটে যা ইতিহাসের এক বিরল ঘটনা। তিনি অতিরিক্ত ডি আই জি ঢাকা রেঞ্জ, ডেপুটি আইজিপি, খুলনা রেঞ্জ সর্বশেষ অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক ঢাকা হেড কোয়াটার এবং আই জি পির দায়িত্বে নিয়োজিত আছেন।

নূর মোহাম্মদ বেগম ইসমত আরা নূর এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ব হন। স্ত্রী ইসমত আরা নূর এর একজন আদর্শবান গৃহিনীস। দুই কন্যা এবং এক পুত্রের জনক তিনি। পুত্র অমিত ও কন্যা বাধন ।