যদি লালীমা নিয়ে যায় পৃথিবীর সব রঙ সন্ধ্যার আকাশে
কাক আর শালিক যদি উন্মত্ত ডানায় ঢেকে দেয় আকাশ;
তখন আমার কাব্য নগরী স্বর্গ হবে কোন এক গুধুলী লগ্নে
আর তুমি হবে কেবলই চন্দ্রমূখী।

সন্ধ্যার আকাশ তখন বাদুরের ডানার শব্দে
সীমানার ওপারে হাপিয়ে হাপিয়ে ক্লান্তির প্রহর গুনবে।

মাঝ রাতে যদি চন্দ্রিমা আসে,
একরাশ বেলী তার চুলে – রংহীন পূর্নিমার খুঁজে!
নিয়ে যায় যদি সব অভিধান বিশ্বলোটে –
তখন আবার জন্ম দিবো জীবনানন্দ কিংবা নজরুলের।

ধনু, গোড়াউত্রা, ধানসিঁড়ি বয়ে যাবে প্রিয়ার কান্নায়,
সেখানে পানকৌড়ি হয়ে চিরকাল, শাপলা শালুকের সাথে
মিতালী করে যাবো মাছ রাঙার মত।

হয়ত সোনালী মাঠ আর কৃষকের ঘামের গন্ধে তখনো হেমন্ত ফুরাবে-
ফুরাবেনা শুধু আমাদের প্রেম, ঊঠোন ভরা ধান হয়ে উঠবে কৃষাণীর ঘরে।

– জি, এম ফ্রেজার