আমি কিশোরগঞ্জের ছেলে কিশোরগঞ্জকে নিয়ে কাজ করি। সেই জন্য বিভিন্ন সময় কিছু জানতে লাইব্রেরিতে যেতে হয়। আমি পাব্লিক লাইব্রেরীতে গেলাম কিছু দিন আগে। কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের একটা ইাতহাস এর বই পড়লাম।পড়ে নিজেকে খুব ক্ষীন মনে হল, কারণ আমাদের কিশোরগঞ্জ স্বাধীন হয়েছে ১৭ ডিসেম্বর। কিন্তু কেন ১ দিন পরে আসলো আমাদের বিজয় :১৬ ডিসেম্বর সারা বাংলাদেশ বিজয়ের আনন্দে ভাসছে। কিন্তু তখনো কিশোরগঞ্জে প্রচন্ড লড়াই চলছে। কিন্তু পাক বাহিনী কিশোরগঞ্জ ছেড়েছে সেই ৪ ডিম্বেবর । কিন্তু তাও পাকিস্তানীরা তারা পুরো একদিন কিভাবে এই কিশোরগঞ্জের ক্ষমতা ধরে রাখলো ?
এর এক মাত্র কারণ দোসর আল মুজাহিদ ও আলবদর বাহিনী,আল সামস ও রাজাকারদের দল। তারা ছিল কিশোরগঞ্জে এক সক্রিয় ভুমিকায় যার জন্য আমাদের আনন্দটাই মাটি হল । কিন্তু ১৬ ডিসেম্বরে কিশোরগঞ্জের মুক্তি বাহিনী এবং ভারতীয় মিত্র বাহীনি একত্রে হামলা চালায় এবং ১৭ ডিসেম্বর কিশোরগঞ্জ মুক্ত।সে এক চরম আনন্দময় অনুভুতি। কিন্তু যেই কারণে আমি নিজেকে দূর্ভাগা দাবি করি :১৭ ডিসেম্বর যখন কিশোরগঞ্জ সম্পূর্ণ শত্রু মুক্ত তখন শুরু হয় রাজাকার ,আল মুজাহিদ ও আলবদর বাহিনী মারা পালা তখন যেই রাজাকার কে যেখানে পাওয়া গেছে সেখানেই কুপিয়ে গুলি করে মেরেছে।আমাদের নরসুন্ধা তখন এই পাপীদের রক্তে লাল হয়ে গিয়ে ছিল।সেই দিন আমি ছিলাম না আমার এইটা সারা জীবনের দূর্ভাগ্য। কিন্তু এখনো কি শেষ হয়েছে সেই রাজাকারদের ক্ষমতা ?