কিশোরগঞ্জের ইটনা উপজেলায় আজ রোববার বজ্রপাতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত একজনের নাম মো. আলামিন (২১), অপরজন শিবলু দাস (১৫)।
ইটনা উপজেলার আমিনুল হক জানান, বেলা ১১টার দিকে বজ্রপাতসহ হালকা বৃষ্টি হয়। এ সময় সিলনী গ্রামের নাহিরাজপাড়া গ্রামের জমশেদ আলীর ছেলে মো. আলামিন মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আলামিন ইটনা মহাবিদ্যালয়ের ছাত্র ছিলেন।
অন্যদিকে মাঠে ফুটবল খেলতে গিয়ে দুপুর ১২টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটী গ্রামের বাবুল দাসের ছেলে শিবলু দাস বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। সে ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুজনের মৃত্যুর কথা শুনছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিচ্ছেন বলে তিনি সাংবাদিকদের জানান।