কিশোরগঞ্জে টাকা লেনদেনের ঘটনা কেন্দ্র করে মুরাদ (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। শহরের রথখোলা এলাকার একটি ব্যায়ামাগারে শুক্রবার গভীর রাতে ওই যুবককে পিটিয়ে হত্যার পর লাশটি রাস্তার পাশে ফেলে রাখে হত্যাকারীরা। খবর পেয়ে গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে জামান কাজী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত মুরাদ শহরের হারুয়া এলাকার হারুন-অর রশিদের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতের কোনো একসময়ে রথখলা এলাকার একটি ব্যায়ামাগারে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। গতকাল সকালে মুরাদের লাশ উদ্ধারের পর কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে রথখলা এলাকার মলু কাজীর ছেলে জামান কাজীকে এলাকা থেকে গ্রেপ্তার করে। নিহত মুরাদের পিঠে লাঠি দিয়ে পেটানোর দাগ পাওয়া গেছে। ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জামান কাজী হত্যাকাণ্ডে নিজে ও ব্যায়ামাগারের মালিক পারভেজ জড়িত বলে স্বীকার করেছেন। ব্যায়ামাগারের মালিক পারভেজের পাওনা টাকার জন্য মুরাদকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতেও মুরাদের স্ত্রীকে পারভেজ মোবাইল ফোনে টাকার জন্য তাগাদা দিয়েছিলেন।