সিলেটের জকিগঞ্জ সরকারি কলেজের শিক্ষক মাহমুদ আলী লাঞ্ছনার ঘটনায় বিসিএস শিক্ষক সমিতির আহ্বানে গতকাল বৃহস্পতিবার জেলার সব সরকারি কলেজে কর্মবিরতি পালন করা হয়েছে। গত বুধবার পাঠদান চলাকালে জকিগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদ আলী দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত দুই ছাত্রলীগ কর্মী মামুনুর রশীদ ও তালহা কাওছারসহ বহিরাগতদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন। এ ঘটনায় বিকেলে জকিগঞ্জ থানায় মামলা হওয়ায় পুলিশ তালহা কাওছারকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বিসিএস শিক্ষক সমিতির আহ্বানে জকিগঞ্জ সরকারি কলেজসহ জেলার সব সরকারি কলেজে শিক্ষকেরা কর্মবিরতি পালন করেন। বিসিএস শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট এমসি কলেজের শিক্ষক এম এ রিয়াজ প্রথম আলোকে জানান, শিক্ষক লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার না করলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শিক্ষক বাদী হয়ে মামুনুর রশিদ, তালহা কাওছারসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ তালহা কাওছারকে গ্রেপ্তার করে বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।