কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের বুনা গ্রামে গতকাল বৃহস্পতিবার বাড়ির সীমানা বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষে মধ্যে এক সংঘর্ষে গ্রামের হারিছুজ্জামান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। সে গ্রামের এলাহী নেওয়াজের ছেলে। এ ঘটনায উভয়পক্ষে আরও ছয়জন আহত হয়েছে। আহতরা এলাকার বিভিন্ন ফার্মেসীতে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুনা গ্রামের এলাহী নেওয়াজ ও মারাজ খানের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গতকাল দুপুরে দুপক্ষই কথা কাটাকাটিতে লিপ্ত হয়। এক পর্যায়ে মারাজ খানের লোকজন লাঠিসোটা ও ইট পাথর নিয়ে এলাহী পক্ষের লোকজনের উপর হামলা চালায়। এ সময় ইট ও লাঠির আঘাতে হারিছুজ্জামানের মাঠিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মারাজ খান (৫০), ইছাক ওরফে এরশাদ (৩৮), এমরান ওরফে স্বপন (৩৫), বিরাজ খান (৫০), টিটু মিয়া (২৫), ইসরাইল (৩৮), ও রোমান (২০) কে গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে আসে।