হোসেনপুর সদরে প্রমোট প্রকল্পের আওতায়-২০০৪ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষক হোস্টেলের নির্মাণকাজ শুরু হয়েছিল। অজ্ঞাত কারণে এর নির্মাণকাজ মাঝপথে বন্ধ হয়ে যায়। হোসেনপুর উপজেলায় হোস্টেল নির্মাণকাজ সম্পন্ন হলে অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মহিলা শিক্ষকের আবাসন সুবিধা হতো। কিন্তু নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। হোসেনপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মুশফিকুর রহমান জানান, প্রকল্পটির ব্যাপারে শিক্ষা অফিসের কোনো দায়িত্ব নেই। তবে মহিলা শিক্ষক হোস্টেলের (প্রমোট) নির্মাণকাজ সম্পন্ন করা খুবই জরুরি। হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও প্রমোট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মাহমুদা সুলতানা দুঃখ প্রকাশ করে বলেন, বহু আশা নিয়ে প্রশিক্ষণ নিয়েছি। কিন্তু হোস্টেলের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে মহিলা শিক্ষক।

– আমারদেশ