অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তার উলফা নেতা রঞ্জন চৌধুরী ও তার সহযোগী প্রদীপ মারাকের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় পৃথক চারটি মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে র‌্যাব-৯ ভৈরব ক্যাম্পের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর (ডিএডি) করিম উল্লাহ বাদি হয়ে অস্ত্র, বিস্ফোরক, অনুপ্রবেশ ও সন্ত্রাসদমন আইনে মামলা চারটি করেছেন।

ভৈরব থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। রঞ্জন চৌধুরী ও তার সহযোগীকে রোববার কিশোরগঞ্জ বিচারিক আদালতে হাজির করার কথা রয়েছে বলেও তিনি জানান। ভারতের আসাম রাজ্যের বিছিন্নতাবাদী গেরিলা সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) শীর্ষস্থানীয় এই নেতাকে গত শনিবার ভোররাতে কিশোরগঞ্জের ভৈরবের লক্ষীপুর এলাকা থেকে সহযোগীসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের গোয়েন্দা শাখা র‌্যাব-৯ এর সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, চার রাউন্ড গুলি ও চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।