কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর এলাকায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে নির্বাচনের প্রচারকাজ চালানোর সময় আচরণবিধি ভঙ্গ করায় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. গোলাম মোস্তফাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভৈরব উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি টিম পৌর এলাকায় মনিটরিং করার সময় কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফার সমর্থনে এলাকায় মিছিল করতে দেখেন। বিষয়টি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হওয়ায় রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট প্রার্থীকে তাৎণিক দুই হাজার টাকা জরিমানা করে সর্তক করে দেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম