মুর্শেদ উদ্দিন বাদশা মিয়া ১৯৪২ সালের ১২ আগষ্ট কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার কালেখারভাঙ্গা গ্রামে জন্মগ্রহন করেন।মা মাজিদা খাতুন ও বাবা আব্দুস সাত্তার। লেখালেখিতে হাতে খড়ি কিশোর বেলা থেকেই।লিখেছেন গীতি কবিতা ও পুঁথি।

১৯৭১ সালের ২৩ মার্চ সরারচর বাজারে প্রথম পতাকা উত্তোলন করেন তিনি। মুক্তিযুদ্ধের পক্ষে কবিতা ও পুঁথি রচনা ও প্রকাশ করেন।বাজারে বাজারে এই পুঁথি প্রচার করে প্রেরণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের। পাঠকনন্দিত এই লেখক সাহিত্য সাধনা করে চলেছেন নিরন্তর। মুক্তিযুদ্ধের ওপর এ পুঁথিগুলি এ দেশের অমুল্য সম্পদ, ইতিমধ্যে মুক্তিযুদ্ধে পুঁথিগুলো নিয়ে প্রকাশিত হয়েছে  ” জয় বাংলার পুঁথি” ।

বাদশা মিয়া সাপ্তাহিক পল্লী বন্ধু পত্রিকার প্রকাশক ও রাজধানী বার্তার উপদেষ্টা। পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী। সমাজসেবায়ও রয়েছে তার অসমান্য অবদান। স্ত্রী রেজিয়া খাতুন ও তিন সন্তান নিয়ে রয়েছে আপন ভুবন।