এবার গুঁড়া মসলার প্যাকেট থেকে ফেনসিডিল উদ্ধার করা হলো। গতকাল বুধবার কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে ৩৫টি মসলার প্যাকেট জব্দ করা হয়। যার সব কটির ভেতরেই ছিল ফেনসিডিল। প্যাকেট খুলতেই ফেনসিডিল গড়িয়ে পড়তে থাকে। ফেনসিডিল বহনের নতুন এই কৌশল দেখে পুলিশ সদস্যরা এমনকি পথচারীদের অনেকে অবাক হন। এ সময় নজরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভৈরব থানার পুলিশ সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সকাল থেকে পুলিশের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের বাংলাদেশ-যুক্তরাজ্য মৈত্রী সেতুর ভৈরব প্রান্তে অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে সিএনজিচালিত অটোরিকশাটি তল্লাশির জন্য থামানো হয়। এ সময় অটোরিকশার আরোহী নজরুল ইসলামের কাছে গুঁড়া মরিচ ও হলুদের ৩৫টি প্যাকেট পাওয়া যায়। গুঁড়া মসলা ভেবে পুলিশ প্রথমে তাঁকে ছেড়ে দিতে চাইছিল। কিন্তু নজরুলকে বিব্রত হতে দেখে সন্দেহ হয়। পরে প্যাকেট খুললে ফেনসিডিল বহনের নতুন কৌশল ধরা পড়ে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, চাররঙা প্যাকেটের মোড়কে বিএসটিআইয়ের সিল রয়েছে। প্যাকেটে একটি কোম্পানির নামও ব্যবহার করা হয়েছে।