বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যাক্তি, যুক্তরাস্ট্রের, মন্টানা রাজ্যের অধিবাসী গত ২১ সেপ্টেম্বর গ্রেটফল শহরের একটি বৃদ্ধাশ্রমে তার ১১৪তম জন্মদিন পালন করেন। ওয়াল্টার ব্রাউনিং ২১ সেপ্টেম্বর ১৮৯৬ সালে, মিনিসসোটা রাজ্যের মেলরোজ শহরে জন্ম গ্রহন করেন, উন্নত জীবন জীবিকার সন্ধানে ১৯১৮ সালে ব্রাউনিং মন্টানা রাজ্যে চলে আসেন, সেখানে তিনি গ্রেট নর্দান রেলওয়েতে করণিক হিসাবে ৫০ বছর কর্মরত ছিলেন।
তার স্ত্রী এগ্নেস গ্রেট নর্দান রেলওয়েতেই টেলিগ্রাফ অপারেটর হিসাবে কাজ করতেন। ১৯৫৭ সালে স্ত্রী এগ্নেস মারা যান। ওয়াল্টার ব্রাউনিং দম্পত্তি নিঃসন্তান। (সূত্রঃ- দ্য এসোসিয়েট প্রেস)