সম্প্রতি মাইক্রোসফট জানিয়েছে, তারা নতুন প্রজন্মের জন্য তৈরি মোবাইল ফোন হ্যান্ডসেট কিন-এর বিক্রি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে ব্যবহারকারীদের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই মাইক্রোসফট এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। খবর ম্যাশএবল ডটকম-এর।
http://tech.bdnews24.com/images/imgAll/kin0107b.jpg
সূত্র জানিয়েছে, গত এপ্রিলে মাইক্রোসফট প্রথম এই কিন হ্যান্ডসেটের কথা ঘোষণা করে এবং মে মাসে ভেরিজন নেটওয়ার্কের আওতায় বাজারে আসে। তবে অধিকাংশ ব্যবহারকারীই কিন হ্যান্ডসেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন বলে জানা গেছে। হতাশ ব্যবহারকারীদের সংখ্যা বেশি হওয়ায়ই মূলত মাইক্রোসফট কিন নামের এই হ্যান্ডসেট বিক্রি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তবে মাইক্রোসফট জানিয়েছে, তারা এই মুহুর্তে কিন বিক্রি না করলেও উইন্ডোজ ফোন ৭-এর সঙ্গে খাপ খাইয়ে কিন এর নতুন সংস্করণ তৈরি করার কাজ চালিয়ে যাবে। বিক্রি বন্ধ করার মধ্য দিয়ে মাইক্রোসফট প্রমাণ করলো, কিন-এ যথেষ্ট বৈশিষ্ট্যের অভাব রয়েছে, মন্তব্য ম্যাশএবল-এর।