শুধু একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার হাতে থাকলেই চলবে না এর সঠিক ব্যবহার শিখে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। তথ্যপ্রযুক্তির এই যুগে প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র স্কুল পর্যায় থেকে শুরু করে সব ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। তবেই ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আর এ জন্য দরকার দক্ষ জনশক্তি। ‘উপজেলা পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল রোববার সকালে গাজীপুর সদর উপজেলা মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেলোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, কোনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদসহ অনেকে।
সেমিনারের শুরুতে প্রযুক্তিবিষয়ক নানা দিক নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করেন গাজীপুরের ইন্টেলিজেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইএসডিএ) সফটওয়্যার নির্মাতা সোহেল রানা ও রোকন। তাঁরা সেখানে নিজেদের তৈরি ‘স্কুল অ্যাডমিনিস্ট্রেটর’ সফটওয়ারের নানা দিক তুলে ধরেন।
এই সফটওয়্যার দিয়ে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০টির মতো কার্যক্রম পরিচালনা করা যাবে সহজেই।