কিশোরগঞ্জ থেকে ঢাকা যেতে কিশোরগঞ্জের জনসংখ্যার বিরাট একটি অংশ এগার সিন্দুর ট্রেনকে বেছে নেয়। কিশোরগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় এবং ঝুকিপূণ হওয়ায় মানুষ রেল পথকে বেছে নেয়। কিন্তু কালোবাজারীদের কারনে যোগাযোগের এ ব্যবস্থাটিরও আজ দৈন্য দশা। টিকিট কাউন্টার এর সামনে লাইন ধরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়েও টিকিট পায়না সাধারন লোকজন, মানুষকে ২ থেকে ৩ গুন মূল্য দিয়ে কালোবাজারীদের কাছ থেকে কিনতে হয় সেই টিকিট। ঈদ,পূজার সময়তো টিকিটের মূল্য আরো বেড়ে যায়। টিকিট নিয়ে কালোবাজারীদের এই ব্যবসা যদি বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া না হয় তবে যোগাযোগের এ ব্যবস্থাটি ধ্বংসের সম্মুখীন হবে।
You must log in to post a comment.