আমাদের কিশোরগঞ্জের এখনকার ছেলেরা যাদের নিয়ে আমরা গর্ব করতে চাই তাদের মাঝে মাদকের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে গাইটাল বাসস্ট্যান্ড এলাকা,গুরুদয়াল সরকারী কলেজ,পুরাতন স্টেডিয়ামের আশে পাশে বিভিন্ন সময়ে  ক্লাস নাইন টেনের ছাত্ররা আড্ডা দিচ্ছে এবং তাদের অনেকের হাতেই সিগারেট দেখা যাচ্ছে। এটা অবশ্যই আমাদের জন্য হুমকী স্বরুপ। কেননা আমাদের এই প্রজন্ম এভাবে নষ্ট হয়ে গেলে আমাদের ভবিষ্যত অন্ধকার। নগুয়া,বত্রিশ এতিমখানার আশে পাশেও এসব ছেলেদের দেখা যায় বখাটেপনা করছে। খেলাধুলা এরা করেনা তা নয় বরং এটাও আমরা জানতে পেরেছি যে স্টেডিয়ামে একদল খেলা করে অন্যদল গ্যালারিতে বসে সিগারেট টানে। কচি মুখে কুচি ঠোটে ওরা সিগারেট টানছে দেখতে খুব আপত্তিকর। আর তাব্যতিত আমাদের এই প্রজন্মেকে বাচাতে হলে আমাদেরই সচেতন হতে হবে।

আমাদের পরিবারের প্রধানকে সচেতন হয়ে খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়েরা কার সাথে মেশে কোথায় যায়। শুধু সিগারেট নয় ওরা অনেক সময় ডেক্সপোটেন বা এ জাতীয় ওষুধ যেটা খেলে নেশা হয় সেটাও নিয়মিত গ্রহন করছে। কিশোরগঞ্জ বালক উচ্চবিদ্যালয়ের কয়েকজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছে। তারা বলেছে তাদের ক্লাসের অনেক ছাত্রই সিগারেটের সাথে গাজা সেবন করে। এটা উদ্বেগের বিষয়। এখনই সময় আমাদের এই প্রজন্মকে মাদকের হাত থেকে বাচানোর।