কিছুটা সুখ কিছুটা বেদনায় সিক্ত
আমার স্নেহশীল আলোরমেলার প্রভাতি
জয়নুলকে বুকে ধরেছিলে
সাথে ছিল মায়াবিনী চন্দ্রাবতী।

এতো ভালোবাসি তোমাকে
তুমি তবু ভালোবাসলেনা
তিন যুগ বসে আছি তবু আসলেনা।

আমার স্বপ্ন বিলাসে আমি নতুন স্বপ্ন আকি
হলুদের পর আরও বাদামী রঙ মাখি।
বিমর্ষ মুখে যে পথিক বসে আছে একাকী
আলোরমেলা তুমি বলো
পাবে সে তোমার দেখাকি।

কোটিয়াদি থেকে যে গানের সুর ভেসে আসে নিশিদিন
শোলাকিয়ার সবুজ প্রান্তর ছুয়ে যাওয়া উদাসীন।
সেখানে কেবল তুমি আর তোমার ভালবাসা
তোমার ছোয়া পেতে আলোর মেলাতে ছুটে আসা।

নরসুন্ধ্যা নদী তোমায় সিক্ত করে রোজ
বহুদূরে আমি এক পরবাসী নিই তার খোজ।
তবুও সে পরশ বিলায়না আর আমাতে
এতো ভালোবাসি তবু পারিনা বৃষ্টি নামাতে।

আলোর মেলা চিরদিন আলো দিয়ে যেও শুধু আলো
দূর থেকে আমি কেবলই তোমাকে বেসে যাবো ভালো।
এই মোর শেষ প্রার্থনা আমি করি
শুধু জেনে রেখ আমি বহুদূর থেকে তোমাকে স্মরি।

১৮ নভেম্বর ২০০৮