কোন কারণে হইল বন্ধু
তোমার সাথে আমার ছাড়াছাড়ি,
তুমি আমি দুজনেই এখন
দেখলে দেই আড়ি \\

তুমি আমায় ভালবাসতে
প্রাণের চেয়েও বেশি,
আমার হৃদকম্পণে থাকতে তুমি
সারাক্ষণ মিশি।
এখন মোদের হৃদে কেন
দুঃখের বসত বাড়ি \\

তুমি আমার হতে যদি
কভু চোখের আড়াল,
জড়িয়ে থাকত আমার হৃদে
তোমার মায়াজাল।
আমি যদি যেতাম কভু
তোমার থেকে দূরে,
তুমি আমায় ডাকতে সখি
গানে মধুর সুরে।
আজ তুমি আমি কেউ কারো সুখ
সইতে না পারি \\

আমার আশায় প্রদীপ জ্বেলে বসে
থাকতে নিয়ে চোখে ঘুম,
আঁৎকে উঠতে তন্দ্রাঘোরে
কপালে পেয়ে আমার চুম।
রাত্র নিশি কালে কত
বুকের সাথে মিশত বুক,
স্বর্গ খুঁজে পেতাম ধরায়
ভোগ করিতাম আদিম সুখ।
তুমি আমি ছায়া দেখলে কেউ কারো
পালাই তাড়াতাড়ি \\