কোনো কোনো প্রাণীর অদ্ভুত কিছু আচরণ মানুষের খেয়ালিপনাকেও হার মানায়। আফ্রিকার তানজানিয়ার এক নদীতে এমন বিরল একটি দৃশ্য ধরা পড়েছে মার্ক জনসন নামের এক ব্রিটিশ বন্য প্রাণী গাইডের ক্যামেরায়। সেখানে কি না খোদ জলহস্তীর পিঠে সওয়ার হয়ে নদী পার হয়েছে এক কুমির!

তানজানিয়ার লুকুলা এলাকার লুয়েগো নদীতে একটি পর্যটকদলের সঙ্গে গাইড হিসেবে গিয়েছিলেন জনসন। পথে যেতে যেতে তিনি তীক্ষ্ন নজর রাখছিলেন পশু-পাখির প্রতি। হঠাৎ তাঁর নজরে আসে সেই বিরল দৃশ্যটি। তিনি দেখেন, এক কুমির একটি জলহস্তীর পিঠে ওঠার চেষ্টা করছে তো আবার পিছলে পড়ে যাচ্ছে। অনেক কসরত করে কুমিরটি পিঠে উঠে বসে জলহস্তীর। জনসনও পরবর্তী দৃশ্য দেখতে সেদিকে তাকিয়ে থাকেন। তিনি দেখলেন, জলহস্তীর পিঠে চড়েই কুমিরটি নদীর ওপারে চলে গেছে। কুমিরটির যাত্রা শেষে জনসন নিশ্চিত হলেন, নদী পারাপারের জন্যই সে জলহস্তীর পিঠে চড়েছিল।

মার্ক জনসন বলেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্যের মধ্যে এটি অন্যতম। অক্টোবর মাসের এক বিকেলে আমি এ দৃশ্য দেখতে পাই। নদী শুকিয়ে আসায় ওই সময় বিভিন্ন প্রাণী অবশিষ্ট পানিতে সমবেত হয়। আমরা দেখতে পেলাম, একদল জলহস্তী পরস্পরের সঙ্গে জলকেলি করছে। হঠাৎ দেখি, একটি কুমির একটি জলহস্তীর পিঠের ওপর ওঠার চেষ্টা করছে। অনেক কসরত করে উঠছে, তো পরক্ষণেই ধপ করে পানিতে পড়ে যাচ্ছে। দেখে আমরা সবাই হাসিতে ফেটে পড়ি।’

এ দৃশ্যের তোলা ছবি নিয়ে স্থানীয় অধিবাসীর কাছে যান জনসন। স্থানীয় লোকজন তাঁকে জানায়, এ রকম দৃশ্য তারাও এর আগে কখনো দেখেনি।উল্লেখ্য, প্রকৃতিগতভাবে কুমিরের সঙ্গে জলহস্তীর ভাব থাকার কোনো কারণ নেই। বরং জলহস্তীর বিপদের কারণও হয়ে থাকে কুমির। তবে জলহস্তীর কাছাকাছি কুমির প্রায় সব সময়ই থাকে। কারণ জলহস্তীর বিষ্ঠা খাওয়ার জন্য মাছ থাকে তাদের আশপাশে।

-kaler kontho