বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকরা পাসপোর্টের জন্য আবেদন করলে এখন থেকে তা হংকং থেকে দেওয়া হবে। ৮ আগস্ট থেকে এ নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিস পাসপোর্টের আবেদন প্রক্রিয়া পুনর্গঠন করেছে। আঞ্চলিক কেন্দ্রে আবেদন পাঠানো ও ওই কেন্দ্র থেকে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদনকারীদের অতিরিক্ত সময় প্রয়োজন হবে। তবে জরুরি প্রয়োজনে যাদের ভ্রমণের প্রয়োজন হবে তাদের ট্রাভেল ডকুমেন্টস ব্রিটিশ হাইকমিশন/কনস্যুলেট থেকে ইস্যু করা অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে ই-মেইলে একথা জানানো হয়েছে। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে আবেদনকারীদের নতুন পাসপোর্ট পেতে ৪ সপ্তাহ লাগবে। নতুন পাসপোর্টে লাগবে ১২ সপ্তাহ। এটি আন্তর্জাতিক মানদণ্ডের যে সময় তার চেয়ে বেশি।

বর্তমানে বাংলাদেশে আবেদনকারীরা ঢাকা থেকে আবেদন ও ফি প্রদান করছেন এবং ব্রিটিশ হাইকমিশন থেকে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে পারছেন। ৮ আগস্ট থেকে হংকংয়ে আবেদন পাঠানো ও পাসপোর্ট হাতে পাওয়ার জন্য আবেদনকারীদের অতিরিক্ত কুরিয়ার ফি দিতে হবে। বর্তমানে এই ফি ৬৪০ টাকা।