কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলাটির আয়তন ১০৪.০১ বর্গ কি.মি.যা উত্তরে বাজিতপুর উপজেলা,দক্ষিনে বেলাব এবং ভৈরব উপজেলা; পূর্বে ভৈরব এবং বাজিতপুর উপজেলা আর পশ্চিমে কটিয়াদী এবং বেলাব উপজেলা দ্বারা বেষ্টিত।
প্রধান নদী: মেঘনা,পুরানো ব্রম্মপুত্র নদী,আড়িয়াল খাঁ। বিল ৫টি।
কুলিয়ারচর শহরঃ
শহরটি বর্তমানে পৌরশহর যার আয়তন ৩.৪৫বর্গ কি.মি. এবং লোকসংখা ২৮০২৭জন;পুরুষ ৫০.৬৫%,মহিলা ৪৯.৩৫%।এ শহরে ৯টি ওয়ার্ড এবং ৩৭টি মহল্লা আছে।শহরের স্বাক্ষরতার হার ২৮.৮%।জনসংখ্যার ঘনত্ব ৮১২৪জন/বর্গ কি.মি.।
প্রশাসনঃ
কুলিয়ারচর থানা প্রতিষ্ঠিত হয় ১৯২১সালে।এটি উপজেলায় পরিনত হয় ১৯৮৪ সালে।এতে ১টি পৌরসভা,৯টি ওয়ার্ড, ৭টি ইউনিয়ন পরিষদ,৪৬টি মৌজা,১৩১টি গ্রাম আছে।
ঐতিহাসিক ঘটনাবলীঃ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১৪ আগস্ট এক সংঘর্শে ৪জন পাকসৈণ্য ২৮ রাজাকার মুক্তিযোদ্ধাদের কাছে অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পন করে।
জনসংখ্যা: ১৩৩৩২৭জন; পুরুষ ৫০.৬১%,মহিলা ৪৯.৩৯%।
ধর্মীয় প্রতিস্ঠানঃ মসজিদ ২১০টি,পবিত্র স্থান ১টি, মন্দির ১৬টি।
স্বাক্ষরতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানঃ
গড় স্বাক্ষরতা ২১.৬০%; পুরুষ ২৬.৯%, মহিলা ১৬%।
শিক্ষাপ্রতিষ্ঠানঃ
কলেজ ৫টি, উচ্চ বিদ্যালয় ৯টি,জুনিয়র উচ্চ বিদ্যালয় ১টি, মাদ্রাসা ১০টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৫টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪টি।
আঞ্চলিক ভাবে প্রকাশিত সংবাদপত্র ও সাময়িকী মাসিক ভাটির দর্পন।
সাংস্কৃতিক সংগঠনঃ
ক্লাব ৪৫টি, সিনেমা হল ২টি, সমবায় সংঘঠন ১৮৯টি।
প্রধান পেশাসমূহঃ
কৃষি ৫১.৫৪%,মাছ ধরা ১.৮৮%,কৃষি মজদুরি ১৫.৬৬%, দিনমজুর ২.৩৯%, ব্যবসায় ১২.১৫%, যানবাহন ১.৯৩%, চাকুরী ৪.৩৭%, অন্যান্য ১০.০৮%।
জমির ব্যবহারঃ
মোট চাষ উপযোগী জমির পরিমান ৮৪৭০হেক্টর,পতিত জমি ৮১৯ হেক্টর; এক-ফসলী ৭.৬৮%,দ্বি-ফসলী ৮২.১০%, ত্রিফসলী ১০.২২%.
কৃষকের মাঝে জমির বন্টন ২২.৩৮% ভূমিহীন, ২২.৭১% প্রান্তিক, ৩৫.৫৪% ছোট, ২৮.২৯%মাঝারী, ১.০৮%ধনী চাষী।
জমির মূল্যঃ প্রথম মানের ০.০১ হেক্টর জমির মূল্য প্রায় ৭০০০টাকা।
প্রধান শস্য ধান,গম,আলু,সরিষা,চীনাবাদাম,সবজি।
বিলুপ্ত বা প্রায় বিলুপ্ত শস্য পাট ও ডালের বিভিন্ন জাত।
প্রধান ফল আম,কাঁঠাল,কলা,লিচু।
যোগাযোগ ব্যবস্থাঃ পাঁকা রাস্তা ৩০কি.মি., মাটির রাস্তা ৫০১কি.মি., রেলওয়ে ১১কি.মি.।
ঐতিহ্যবাহী যানবাহন: পাল্কি,ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ি।এই যানবাহনগুলো বিলুপ্ত বা বিলুপ্তপ্রায়।
শিল্পকারখানাঃ তেলের কারখানা ১টি, বরফ কল ৯টি, দাবা উৎপাদনকারী কারখানা ১টি,কোল্ড স্টোরেজ ১টি, ফিড মিল ১টি।
কুটির শিল্পঃ বাশেঁর কাজ ২০টি, স্বর্ণকার ১১৫,কামার ১০২, কুমোর ৬০,তুলোর কাজ ১২০,পিতলের কাজ ১০।
হাট, বাজার,মেলাঃ মোট হাট বাজার ৮টি,তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে কুলিয়ারচর, দুমারকান্দা, আগারপুর, বাংলাবাজার, চৌমুড়িবাজার, জাফ্রাবাদ হাট; মেলা ২(অস্টামী স্নানা মেলা, ধোমারকান্ধা মেলা)।
প্রধান রপ্তানীজাত পণ্য মাছ,কলা,লিচু ও সব্জী।
এন.জি.ও কার্যক্রমঃ কার্যত গুরুত্বপুর্ন এন.জি.ও গুলো হচ্ছে ব্র্যাক,প্রশিকা,আশা,ঊষা দাস ও গ্লোবাল ভিলেজ।
স্বাস্থ্য কেন্দ্রসমূহ: উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ১টি, পল্লী স্বাস্থ্য কেন্দ্র ৪টি,পরিবার পরিকল্পনা কেন্দ্র ৫ টি এবং পশু হাসপাতাল ১টি।
There are some big leaders in the ministry of Bangladesh government . Those are the sons of Kishorgonj. But it is a great regreat that oure area is not developed . Such as transformation problem , damaged roads , lack facilities in education , unemployment problem .