অজস্র প্রাণের অন্তরীক্ষে জৈনিক এক প্রাণী !
জীবনের বিচ্ছিন্ন সীমারেখায় হঠাৎ উচ্ছাসিত
আচমকা এক জীবকল্পের তপ্ত মোহে ~
সাময়িক লোকচুরী অথবা হিংস্র বন্যতায়
নিজেকে কেবলি এক প্রাণী ভাবতে পারায়
তোমাকে অভিবাদন ~ এই ক্ষুদ্র প্রানে ।
অস্তিত্বের প্রান্তরে জ্বলজ্বলে অনুভূতি হয়ে
আমার সীমাহীন অন্তযাত্রায় এপাশ হতে ওপাশ
অতঃপর পুনশ্চঃ হয়ে থাকবে অনন্তকাল;
অভিমানে, রাগে, ক্ষোভে কখনো যন্ত্রনায়।
আমার ব্রহ্মান্ডের কর্তৃত্তে কখনো ভিনগ্রহী ইউএফও
কখনোবা সসার নির্ভীক দাবড়িয়ে বেড়াবে –
উলট পালট খুঁজে নিবে সারি সারি স্বপ্ন কুন্ডলী ও স্মৃতি ,
শিকড়ের খুঁজে ।
পাঁজরের ডি,এন,এ কোডে, একটি দীর্ঘশ্বাসের আঁচড়
রুপরেখা করে দিবে সবকিছুর , বিবর্তনে পথ ধরে।
আবার হয়তো ভেসে উঠবে সবকিছু
তুমি আমি ও আমাদের চারপাশ ।
সম-সাময়িক লক্ষ কোটি বছরের পরে।
কেবল ই প্রাণে ।।
লিখেছেনঃ জি, এম ফ্রেজার