হৃদয় মন্দিরে তোমার নামের প্রদীপ জ্বালি
আজো উপাসনা করছি, তুমি আসবে বলি।
এক বুক আশা নিয়ে চেয়ে আছি পন্থ পানে,
কবে তুমি আসবে প্রিয়া আমার অধিষ্ঠানে?
অতর্কিতে হারালে তুমি, বিধির কেমন খেলা!
বুঝলাম না আমি বিধির এমন প্রণয়লীলা,
আজো তোমায় ভুলিনি, ভুলি কেমন করে,
রেখেছি যে তোমায়, আমার হৃদয় মন্দিরে।
গোলাপ, বেলি, জুঁই, গন্ধরাজ আরো কামিনী,
সৌরভে তাদের করছে দেখ মধুময় যামিনী,
পাখিরা সব ঘুম থেকে জেগে মাতে কুজনে,
তুমি ছাড়া আমি প্রিয়া বেঁচে আছি বিজনে।
রাখছি খুলে হৃদয় দুয়ার চলে এসো প্রণয়ী,
আমি, হৃদয়াসন গ্রহনে আর্জি, করছি বিনয়ী।
এসো ওগো এসো প্রিয়া আমার হৃদয় বাসরে,
তোমার আমার মনোবাসনা বাঁধি একি ডোরে।
তুমি আমি কাটিয়েছি কত জ্যোৎস্নাময়ী রাত,
পার হয়েছে কথায় কথায় কত রজনী প্রভাত।
চন্দ্রিমাকে সাক্ষী রেখে করেছিলে অঙ্গীকার,
ভুলবে না প্রণয়িনী যতই আসুক তুফান-ঝর।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)