অতি উচ্চ তাপ ও চাপের ক্রিয়ায় ভূ-পৃষ্ঠের নিচে অবস্থিত গ্রাফাইট (graphite) থেকে প্রাকৃতিকভাবে হীরা (diamond) তৈরি করা হয়| গ্রাফাইটের ওপর প্রচণ্ড তাপ ও চাপ প্রয়োগ করা হয় এবং লোহা অনুঘটক (catalyst) হিসেবে কাজ করে| প্রতি বর্গকিলোমিটারে ১ লক্ষ কেজি পর্যন্ত চাপ এবং বৈদ্যুতিক চুল্লিতে ২৫০০০ সেলসিয়াস পর্যন্ত তাপ প্রয়োগ করা হয়। ঠান্ডা হওয়ার পর, এই গলিত বস্তুতে ক্ষুদ্র ক্ষুদ্র কৃত্রিম হীরা থাকে, যা লোহা দ্বারা শক্তভাবে আবৃত থাকে। এসিড দ্বারা এই লোহা দ্রবীভূত করে হীরা মুক্ত করা হয়। প্রাকৃতিক হীরার তুলনায় কৃত্রিম হীরার আকার অবশ্য অপেক্ষাকৃত ছোট।