সম্প্রতি বাজারে আসা উইন্ডোজ ফোন ৭-এর বিরুদ্ধে সবচেয়ে বড়ো অভিযোগটি ছিলো, এই ফোন ব্যবহার করে কাট বা পেস্ট করা যায় না। মাইক্রোসফট যুক্তরাজ্যের কনজিউমার প্রডাক্টের হেড অ্যাশলি হাইফিল্ড জানিয়েছেন, উইন্ডোজ ৭ ফোনের এই সমস্যা সমাধান করার উদ্যোগ নিয়েছে এই সফটওয়্যার জায়ান্ট। খবর টেলিগ্রাফ অনলাইনের।

হাইফিল্ডের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আগামী বছরই উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমযুক্ত ফোনে কাট, পেস্টসহ নতুন ফিচার যোগ হবে। আর এই প্রযুক্তির হ্যান্ডসেট হবে সব ধরনের ক্রেতারই উপযোগী।

তিনি আরো জানিয়েছেন, মাইক্রোসফটের লক্ষ্য হলো জটিল প্রযুক্তি তৈরির মাধ্যমে সহজ ব্যবহার নিশ্চিত করা।

উল্লেখ্য, ১১ অক্টোবর বাজারে এসেছে উইন্ডোজ ফোন ৭। এ অপারেটিং সিস্টেমযুক্ত উইন্ডোজ ফোনে শুধু হটমেইল নয়, সব ধরনের ইমেইল সুবিধা উপভোগ করা যাবে। সঙ্গে ক্যালেন্ডার, কনটাক্ট এবং সামাজিক নেটওয়ার্কের সুবিধাও থাকবে। পাশাপাশি, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধাও থাকছে এ ফোনে।

বিডিনিউজ