এক যুগ পূর্ণ করল ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গতকাল ২৭ সেপ্টেম্বর ছিল গুগলের জন্মদিন।এক যুগ পূর্তি উপলক্ষে গুগলের লোগোতে ছিল পরিবর্তন। মূল লোগোর বদলে গতকাল ইন্টারনেটে একটি জন্মদিনের কেকের আঁকা ছবি দেখা গেছে।ছবিতে একটি মোমবাতিসহ গুগল লেখা ছিল। গুগলের জন্মদিনে ছবিটি এঁকেছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিত্রশিল্পী ওয়েন থেইবাউড। বিশেষবিশেষ দিনে গুগল নিজেদের লোগো পরিবর্তন করে থাকে।

১৯৯৭ সালে সার্জে ব্রেইন ও ল্যারি পেজের যৌথ উদ্যোগে যাত্রা শুরু হয় গুগলের। তবে এ তারিখ নিয়ে রয়েছে কিছুটা বিভ্রান্তি। বিভিন্ন সময়ে ৭, ১৫ ও ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন উদ্যাপিত হয়। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম নামে ইন্টারনেটে ডোমেইন নাম নিবন্ধিত হয়।

এ বছর গুগলের যাত্রা শুরু হলেও আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯৯৮ সালে। তবে জন্মদিনের তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেছে গুগল।

—খবর প্রথম আলো