ডস থেকে শুরু করে উইন্ডোজের সবগুলো ভার্সনই ব্যবহার করে দেখেছি। BeOS, Solaris এবং Linux এর মোটামুটি বেশ কয়েকটা ডিস্ট্রো চেখে দেখা শেষ করে উইন্ডোজ এক্সপি, সেভেন ও উবুন্তুতে এসে স্থিতু হয়েছি। ChromiumOS এর কথা এতদিন শুনে আসলেও পরখ করার সময় সুযোগ হয়নি। শুনলাম অনেক ফাস্ট, ভাবলাম চেখে দেখি। কাজ করতে করতে বোরড হয়ে শেষ পর্যন্ত আজকে সেটাপ দেয়ার আয়োজন শুরু করলাম। দেখি কেমন লাগে…

যারা এখনো ব্যবহার করেননি তারা http://chromeos.hexxeh.net/ এ টোকা দিন। অতৎপর USB Image: Torrent ভার্সনটা ডাউনলোড করে Windows Instructions এ টোকা দিন। ইনস্টলেশন পদ্ধতি ব্লগে লিখে সময় নষ্ট না করে ওখানেই যুক্ত করে দিলাম। (অনেকগুলো ভাষায় ছিলো কিন্তু বাংলায় ছিলো না, তাই দিরং করলাম না)। পড়ে পড়ে সেটাপ করুন… অনুভূতি কেমন শেয়ার করতে পারেন।