অনলাইনে আধিপত্য প্রতিষ্ঠার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে পড়েছে। এরই মধ্যে ফেসবুক এবং সার্চ জায়ান্ট গুগলের দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। মূলত অনলাইনের বাণিজ্যিক বাজার দখলে সামাজিক যোগাযোগ ওয়েব এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এগিয়ে রয়েছে। সম্প্রতি ফেডারেল কমিউনিকেশন কমিশনে (এফসিসি) গুগলের দেওয়া উন্মুক্ত ইন্টারনেট ব্যবস্থা নামে এক প্রস্তাবনায় ফেসবুক জোরাল আপত্তি জানালে ইন্টারনেটের নিরপেক্ষতার বিষয়টি আলোচনায় উঠে আসে। গুগল সার্চিংয়ে বিভিন্ন ওয়েবসাইট দেখার বিষয়টি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল গুগল। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ফেসবুক, ইয়াহু, মাইস্পেসের মতো প্রতিষ্ঠানগুলো।

এ প্রসঙ্গে ইন্টারনেট বিশেষজ্ঞ মাইকেল গার্টেনবার্গ জানান, এটি একটি বড় ধরনের ইস্যু। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত একটি ইন্টারনেট পলিসি কাঠামো ব্যবস্থা তৈরি করা, যাতে এফসিসি কর্তৃপক্ষ যখন কোনো বিনিয়োগ বা নতুন রীতি প্রবর্তন করবে তা যেন উন্মুক্ততা ও দায়বদ্ধতা নিশ্চিত করে। তবে এফসিসির সভাপতি জুলিয়াস জেনাচোসকি ব্রডব্রান্ড ইন্টারনেট সেবাকে টেলিকমিউনিকেশন সেবা হিসেবে পুনরায় শ্রেণীভুক্ত করতে আগ্রহী। এতে টেলিফোন কোম্পানির মতো ক্রেতার প্রবেশাধিকারের জন্য আইন করে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও চাপ দেওয়া যাবে বলে তিনি মনে করেন। কোনো প্রতিষ্ঠান কিংবা সংস্থার নিয়ন্ত্রণে থাকবে ইন্টারনেট, তা চায় না এফসিসি, মন্তব্য জুলিয়াসের।