সম্প্রতি ইলেকট্রনিক জায়ান্ট প্যানাসনিক বিশ্বের প্রথম থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্স আনার ঘোষণা দিয়েছে। জানা গেছে, স্রেফ লেন্স পাল্টেই ক্যামেরাকে থ্রিডি ক্যামেরায় রূপান্তর করা যাবে। লুমিক্স জি মাইক্রো সিস্টেম ক্যামেরাতেও ব্যবহার করা যাবে এই লেন্স। খবর গিজম্যাগ-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বর্তমানে থ্রিডি শুটিং এর জন্য প্রয়োজন হয় দুটি লেন্স, দুটি সিসিডি অথবা প্যানোরমা সিস্টেম। আর এতে সবচেয়ে বেশি সমস্যা হয় মুভিং অবজেক্ট এর চিত্রধারণের সময়। জানা গেছে, এ সমস্যা সমাধানে প্যানাসনিক এক লেন্সের জায়গায় দুটি অপটিক্যাল সিস্টেম ব্যবহার করছে।

প্যানাসনিক কনজিউমার ইলেকট্রনিক কোম্পানির সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ডারিন পেপল-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্যানাসনিক থ্রিডি ইন্টারচেঞ্জেবল লেন্সে অপটিক্যাল টেকনোলজি, ইমেজ প্রসেসিং, এবং লেন্সের ব্যারেল ডিজাইনে নতুনত্বের কারণে সরাসরি থ্রিডি রেকর্ড করতে কোন সমস্যা হবে না।

প্যানাসনিক-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ বছরই শেষদিকে এই লেন্স  বাজারে আসতে পারে তবে এর দাম এখনও ঠিক হয়নি।