সম্প্রতি স্যামসাং এক অফিশিয়াল টুইটার ফিডের মাধ্যমে জানান দিয়েছে তাদের ট্যাবলেট কম্পিউটার ‘দি গ্যালাক্সি ট্যাব’ এর খবর। জানা গেছে, ৭ ইঞ্চি মাপের টিএফটি পর্দার এই ডিভাইসটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। খবর টেলিগ্রাফ অনলাইনের।

টুইটারে আপডেট করা স্ট্যাটাসের বরাতে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, স্যামসাং উইজ (Wizz) ইউজার ইন্টারফেস বিষয়ে উপর বানানো একটি বিশেষ সংস্করণও বাজারে ছাড়তে পারে স্যামসাং।

স্যামসাং সাউথ আফ্রিকার টুইটার ফিডে প্রকাশিত দি গ্যালাক্সি ট্যাব-এর ছবিতে দেখা গেছে এ ডিভাইসটিতে ফোনেরও একটি আইকন আছে। ফলে এই ট্যাবলেট পিসিকে মোবাইল ফোন হিসেবেও ব্যবহার করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

উল্লেখ্য, এরই মধ্যে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর ডেল-এর ট্যাবলেট কম্পিউটার ‘ডেল স্ট্রেক’ যুক্তরাজ্যের বাজারে পাওয়া যাচ্ছে।