আগামী বছরই বিক্রি শুরু হচ্ছে উড়ন্ত গাড়ির। জানা গেছে, রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তেও সক্ষম এ গাড়িটি কিনতে স্পোর্ট পাইলট লাইসেন্স থাকার পাশাপাশি নাকি পকেটে ১ লাখ ৬০ হাজার ইউরো বা প্রায় প্রায় দেড় কোটি টাকা থাকতে হবে। গাড়ি বিক্রির জন্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেরাগুফিয়া ইতিমধ্যেই ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর কাছে অনুমোদনও নিয়েছে। খবর হাফিংটন পোস্টের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উড়ন্ত এ গাড়িটির নাম ‘ট্রানজিশন’। গাড়িটি হাই-অকটেন গ্যাসোলিন ব্যবহার করে রাস্তায় চালানো যাবে। ফ্রন্ট হুইল ড্রাইভ বা ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ ব্যবহার করে সাধারণ গাড়ির মতোই রাস্তায় ছুটবে ট্রানজিশন। আবার ওড়ার  প্রয়োজন হলেই দুপাশের ডানা মেলে আকাশে উড়বে। এজন্য অবশ্য ১ মাইলের মতো রানওয়ের প্রয়োজন পড়বে।

জানা গেছে, প্রতি ১০০ কিলোমিটারের জন্য ৭.৮৪ লিটার জ্বালানি প্রয়োজন হবে। গতি হবে প্রতি ঘন্টার ১৮৫ কিলোমিটার। তবে যে কোনো আবহাওয়াতেও এটি চলতে পারবে।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ২০০৬ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-এর ৫ জন গ্র্যাজুয়েট ছাত্র মিলে টেরাগুফিয়া নামের এই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি গড়ে তোলেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই এ গাড়ির জন্য অগ্রিম ৭০ টিরও বেশি অর্ডার এসেছে প্রতিষ্ঠানটির কাছে।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, আগামী মাসে উইসকনসিনে বার্ষিক ‘এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট অ্যাসোসিয়েশন’ এর সম্মেলনে টেরাগুফিয়ার গাড়িটির মডেল দেখানো হবে।