দেশের তথ্যপ্রযুক্তির বাজার এগিয়ে নিলে ক্রেতাদের কাছে প্রযুক্তিপণ্য সহজে পৌঁছাবে। বাংলাদেশের প্রযুক্তি বাজারকে এগিয়ে নেওয়ার জন্য ডেল সব ধরনের সহযোগিতা করবে। গতকাল বুধবার বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বাজারে ডেলের সর্ব্বোচ্চ প্রসার এবং বৃদ্ধি নিশ্চিতকরণের মাধ্যমে বিশেষ ভূমিকা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে বাজারে ডেলের নতুন প্রযুক্তিপণ্য এবং বাংলাদেশে ডেলের বিভিন্ন ক্ষেত্রে নানা কর্মসূচির কথা জানানো হয়। সাউথ এশিয়া ডেভেলপিং মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক ভারিন্দারজিত সিং জানান, বাংলাদেশের বাজারে তথ্যপ্রযুক্তি বিকাশের জন্য ডেল সব ধরনের সহযোগিতা করবে। তথ্যপ্রযুক্তির বাজারকে এগিয়ে নেওয়ার জন্য সুদূরপ্রসারি বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে ডেল। তিনি বলেন, দেশের কম্পিউটার মার্কেট বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে ডেল বাংলাদেশে নিজস্ব অফিস স্থাপন করার পরিকল্পনা করেছে। শুধু প্রযুক্তির বাজারে ডেল অংশ নেবে না, সঙ্গে সঙ্গে প্রযুক্তিনির্ভর মানবসম্পদ বৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করবে। ডেল বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিভিন্ন কর্মসূচি পালন করার কথা ঘোষণা দেয়। সম্মেলনে ডেলের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

– প্রথম আলো