আসুসের দুটি নতুন মডেলের নেটবুক বাজারে ছেড়েছে গেল্গাবাল ব্র্যান্ড। গত
রোববার রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে উন্মোচিত করা হয় নেটবুক দুটি। অনুষ্ঠানে নেটবুকের বিভিন্ন দিক তুলে ধরেন আসুস ই-পিসি প্রোডাক্ট ম্যানেজার এমকে পাশা খান। এ সময় উপস্থিত ছিলেন গেল্গাবাল ব্র্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহিউদ্দিন আবদুল কাদের খসরু ও আসুস বাংলাদেশের ন্যাশনাল সেলস ম্যানেজার জিয়াউর রহমান।
ক্লাউড কম্পিউটিংয়ে সক্ষম নতুন মডেলগুলোতে রয়েছে আসুস সুপার হাইব্রিড ইঞ্জিন, ই-ডকিং ও মাল্টি-টাচ প্যাড প্রভৃতি ফিচার। ইন্টারনেট নিয়ন্ত্রণ সুবিধা সংবলিত ১০০১ পিকিউ মডেলের ব্যাটারি ব্যাকআপ ৮.৫ ঘণ্টা এবং অন্যটির ব্যাকআপ ৭ ঘণ্টা। দুটি নেটবুকেই রয়েছে ১.৬৬ গিগাহার্টজ গতির ইন্টেল এটম প্রসেসর, ১ জিবি র‌্যাম, সর্বোচ্চ ৩২০ জিবি হার্ডডিস্ক সুবিধা। দাম যথাক্রমে ২৭ হাজার ও ২৬ হাজার ৫০০ টাকা।

সমকাল