দমকল কর্মীরা জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ও সাভার ইপিজেড থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে গেছেন।

কারখানার ব্যবস্থাপক মো. বাহাদুর আলী জানান, গুদামে থাকা হলুদ, মরিচ, সরিষা, ধনিয়া, আদা, চিনি, অ্যাংকার ডাল, মুগ ডাল, বাদাম, অ্যারোমেটিক চাল ও কাঁচা তেঁতুলসহ ৪০ কোটি টাকার মালামাল ইতিমধ্যে পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, গুদামে থাকা মসলাসহ বিভিন্ন মালামাল পুড়ছে। মরিচের ঝাঁজের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।