কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের আবাসিক ছাত্র আবদুস সালামের ওপর হামলার ঘটনায় গতকাল শুক্রবার সদর থানায় মামলা হয়েছে। কলেজের ওয়াসিমুদ্দিন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক আবদুল হামিদ বখাটে মহব্বতসহ (২৫) আরও অজ্ঞাত আটজনকে আসামি করে এই মামলা করেন।

জানা গেছে, মহব্বতের সহযোগী বখাটে মইন্না গতকাল কলেজ ছাত্রাবাসের কাছে গিয়ে আবাসিক ছাত্রদের মামলা প্রত্যাহার করার হুমকি দেন। খবর পেয়ে কলেজের শিক্ষক ও পুলিশ ঘটনাস্থলে গেলে মইন্না পালিয়ে যান। পরে পুলিশ সাদা পোশাকে হারুয়া ও কলেজ ক্যাম্পাসের আশপাশের এলাকায় বখাটেদের গ্রেপ্তারে অভিযান চালায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, কলেজ ছাত্রের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ এলাকায় রয়েছে। বখাটেদের গ্রেপ্তার সময়ের ব্যাপার মাত্র। প্রসঙ্গত গুরুদয়াল কলেজের ছাত্র আবদুস সালামকে গত বৃহস্পতিবার বহিরাগত সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে।