অবশেষে ভৈরব আনসার-ভিডিপি (রেজি.) প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহেরকে গম আত্দসাতের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্কুল পরিচালনা পর্ষদের সদস্যরা এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেন। গত ১৫ জুলাই তাঁরা দুর্নীতির দায়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানিয়ে লিখিত আবেদন জানিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ইউএনওর নির্দেশে শিক্ষা কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তদন্তকাজ শেষ করেন। তাঁদের তদন্তে গম আত্দসাতের অভিযোগ প্রমাণিত হয়। ১ আগস্ট তদন্ত কমিটি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিকে চিঠি দেয়।

ভৈরব আনসার-ভিডিপি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবু ছাইদ বাচ্চু মিয়া বলেন, ‘উপজেলা তদন্ত কমিটির তদন্তে গম আত্দসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আবু তাহেরকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে সিনিয়র সহকারী শিক্ষক মো. আলীকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা সাত দিনের ভেতর জানানোর জন্য মো. আবু তাহেরকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের উত্তর পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’