নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ এনে বিএনপির মেয়র প্রার্থী মাজহারুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার রাতে শহরের কালিবাড়ি মোড়ে বিএনপির প্রার্থী মাজহারুল ইসলামের (প্রার্থীর অনুপস্থিতিতে) ঘড়ি মার্কার নির্বাচনী পথসভায় রাত ৯ টার পর মাইক ব্যবহারের অপরাধে এ জরিমানা আদায় করা হয়।

এছাড়া ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম শামীমকে (তবলা প্রতীক) মিছিল করার অভিযোগে (প্রার্থীর অনুপস্থিতিতে) এবং একই ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাসুদুর রহমান পলবকে (আপেল প্রতীক) অধিক লোক নিয়ে শোডাউনের অভিযোগে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুর রহমান বাংলানিউজকে জানান, অভিযুক্তদেরকে প্রাথমিকভাবে জরিমানা করে সতর্ক করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ৬(১৪)(খ) ধারায় তাৎণিক মামলায় (নং-১/২০১১) এ রায়) দেওয়া হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম