গত কয়েক দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চারটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকা ঘুরে দেখা গেছে, অনেকে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। অনেকে নারী ও শিশুদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে।
এলাকাবাসী জানান, নদীর পানি বেড়ে যাওয়ায় উত্তরভাগ ইউনিয়নের ছিক্কা, নয়াটিলা, কামালপুর ও আমনপুর গ্রামের মানুষ প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে পড়েছে। সেখানকার বাসিন্দারা যোগাযোগ ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন। ভাঙনের কবলে পড়েছে নদীতীরবর্তী নলুয়ারমুখ বাজার। গ্রামবাসী জানান, গ্রামগুলোর একদিকে মনু নদ প্রকল্পের বাঁধ, আরেক দিকে কুশিয়ারা নদী। কুশিয়ারায় পানি বৃদ্ধি পেলেই গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ে। রাস্তাঘাট, ফসলের খেত ও ঘরবাড়ি ডুবে যায়।