ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল বুধবার থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে অ্যামোনিয়া প্লান্টের একটি স্থানে ছিদ্র হয়ে যায়। এরপর উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটি দেখা দিতে শুরু করে। কিছু সময়ের মধ্যে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামতকাজ শুরু করেছেন। তবে এক সপ্তাহে কারখানা সচল করা সম্ভব হবে না বলে প্রকৌশলীরা ধারণা করছেন। এর ফলে প্রতিদিন এক হাজার ৪০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হবে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) উসমান গনি জানান, প্রায় এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া মজুদ আছে। ফলে ডিলারদের সময়মতো সরবরাহ দিতে সমস্যা হবে না।